ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসে ইতিহাস রচনা করলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক ম্যাচে নেমেই সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে।
৬১তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের অভিষিক্ত বোলার রবিনসনকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান কনওয়ে। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট অভিষেকে শতরান করার দুর্দান্ত রেকর্ডে শামিল হলেন।
এখানে থেমে যাননি কনওয়ে। ৮৪তম ওভারে পেসার সুয়ার্ট ব্রডের ৪র্থ বলে ৩ রান নিয়ে সৌরভ গাঙ্গুলীর ঐতিহাসিক রেকর্ড নিজের দখলে নেন এই কিউই ওপেনার।
১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন সৌরভ।
বুধবার ২৪০ বলে ১৬ বাউন্ডারি হাঁকিয়ে কনওয়ে জমা করলেন ১৩৬ রান। লর্ডসে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করার রেকর্ডটি এখন ডেভন কনওয়ের।
নিজে ইতিহাস রচনা করার পাশাপাশি কিউই ওপেনার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে শক্ত ভিত গড়ে দিলেন।
প্রথম দিন শেষে ৮৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে।
সেঞ্চুরিয়ান কনওয়ের সঙ্গে ব্যক্তিগত ৪৬ রানে মাঠে নামবেন হেনরি। সৌরভের রেকর্ড ভাঙার পর এখন কনওয়ে কোথায় গিয়ে থামেন সেটিই দেখার বিষয়।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দলের দুই সেরা ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। যথাক্রমে ১৩ ও ১৪ রানে আউট হয়েছেন দুজন।