ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবল গোলের খেলা। যত গোল ততোই উত্তেজনা। ততোই সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা। গোলপোস্ট বরাবর একের পর এক শট। সমর্থকদের হৃদয় কাঁপানো ম্যাচ।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় পেরু বনাম প্যারাগুয়ের ম্যাচটি এমনই ঘটল। ৬টি গোলের দেখা পেল দর্শকরা।
অথচ নির্ধারিত সময় শেষে জিতল না কেউ। কোপা আমেরিকার নিয়মানুযায়ী, ফলাফল নির্ধারণে অতিরিক্ত ৩০ মিনিট আর খেলা হবে না, সরাসরি চলে যাবে টাইব্রেকারে।
সেই নিয়মে ৩-৩ ব্যবধানকে জয় পরাজয়ে নিশ্চিত করতে টাইব্রেকারের দারস্থ হয় দুই দল। এতে পেনাল্টি শ্যুট আউটে প্যারাগুয়েকে ৪-৩ গোলে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনালের টিকিটে নিশ্চিত করেছে পেরু।
পেনাল্টি শ্যুট আউটের প্রথম দফায়ও ফলাফল নিশ্চিত হয়নি। পাঁচ-পাঁচ মোট ১০ শট নেওয়ার পরও দেখা গেল স্কোরলাইন ছিল ৩-৩। সে এক দারুণ রোমাঞ্চ।
যে কারণে নিতে হয় ষষ্ঠ শট। সেখানে সফল হয় পেরু। গোল করতে ব্যর্থ হয় প্যারাগুয়ে।