ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড।
লর্ডসে শেষ দিনে বাজে ব্যাটিং করে ১৫১ রানে হেরেছেন স্বাগতিকরা। এ ম্যাচ হয়েছে মূলত ভারত বনাম ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুটের মধ্যে। দল হারলেও রীতিমতো স্বপ্নের ফর্মে রয়েছেন জো রুট।
দ্বিতীয় টেস্টে রুটের রান ১৮০ ও ৩৩। প্রথম টেস্টে তিনি করেছিলেন ৬৪ ও ১০৯। চার ইনিংসে সব মিলিয়ে রুটের রান ৩৮৬। ব্যাটে রানের ফোয়ারা বইয়ে দিয়ে রুট ব্যক্তিগত পুরস্কার ঝুলিতে ভরেছেন।
আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়েও এক লাফে দুইয়ে চলে গেছেন। পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন ও বিরাট কোহলিকে।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।
শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের চেয়ে মাত্র আট রেটিং পয়েন্টে পিছিয়ে রুট।
লর্ডস টেস্টে ভারতের ব্যাটিং হিরো লোকেশ রাহুল ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলিং হিরো মোহাম্মদ সিরাজও দিয়েছেন বড় লাফ।
লর্ডসে ৮ উইকেট নেওয়া সিরাজ বোলারদের র্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন। ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে ছয়ে এবং মার্ক উড পাঁচ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে।