ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণের দাবিতে চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে মানববন্ধন করেছে মৎস্যজীবিরা।
রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর ও রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম ও লক্ষীপুর গ্রামের প্রায় শতাধিক মৎস্যজীবি অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আলমাস আলী, আসগার আলী, মৎস্যজীবি মজলু মিয়া, মিন্টু মিয়া, মোশারফ হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা রহনপুর ইউনিয়নের বিল লক্ষীপুরের ছোট ও বড় বিলের নওদা ও কদুবোনা মৌজায় উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ করার দাবী জানান হয়।
এছাড়া, লিজ দেয়া জলাশয়ের বাইরে মাছ আহরণে ইজারাদারের বাঁধাসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়।
পরে জলমহল ইজারা নীতিমালার ২৬ ধারা মোতাবেক উন্মুক্ত জলাশয়ে তাদের মৎস্য আহরনের দাবি সম্বলিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট হস্তান্তর করা হয়।