ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে আগামী সোমবার দায়িত্ব নেওয়ার কথা রমিজ রাজার।
তার আগেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তার আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে পাকিস্তান। এ দুই সিরিজের জন্য ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাককে।
অর্থাৎ হুট করেই সাকলায়েনের ওপর দায়িত্ব পড়েছে কিউইদের বধ করার। কিন্তু প্রশ্ন উঠেছে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকলায়েনকে কোচ হিসেবে দেখা যাবে কি না।
কারণ কোচ হিসেবে ভালোই অভিজ্ঞতা রয়েছে সাকলায়েনের। এর আগে ইংল্যান্ড জাতীয় দলের সাথে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া কাউন্টি ক্রিকেট ও পিএসএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
তাই কোচ হিসেবে এই স্পিনারকে পাকাপোক্ত করবে কি না পিসিবি- সে প্রশ্ন উঠেছে পাক ক্রিকেটে।
এ বিষয়ে পাঞ্জাবের এই জাদুকরী সাবেক স্পিনার বলেন, ‘আমি এখন আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি কোচিং ভবিষ্যৎ নিয়ে আপাতত ভাবছি না। কারণ নিউজিল্যান্ড সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সিরিজকে আমি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছি।’
তিনি জানালেন, পারফরম্যান্স ভালো দেখিয়েই কোচ হিসেবে জাতীয় দলে পাকাপোক্ত হবেন। যে কারণে সামনের নিউজিল্যান্ড সিরিজটি জিততে চান।
শুধু জয়েই নয়, পরাজয়ের দায়ভারও নেবেন বলে জানান সাকলায়েন।
বললেন, ‘বর্তমান পাকিস্তান দলের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে আমার। দলের ভাল খারাপ সব কিছুর দায়ভার আমি নেব। প্রতিটি সিরিজের দায়িত্ব একটি পরীক্ষা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে কীভাবে জয় পাওয়া যায় সেই পরিকল্পনার কথাও জানালেন সাকলাইন।
৪৪ বছর বয়সী সাবেক এই স্পিনার বললেন, ‘আমাদের পারফর্ম্যান্স আরো ভালো করার জন্য পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারদের অনুসরণ করব। ভারতীয় ক্রিকেট দল ভালো পারফর্ম্যান্স করছে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারি। আমাদের নিউজিলান্ডের বিপক্ষে জয় পরাজয়ের কথা না ভেবে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে।’
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া