ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরমেন্সের ছিটে ফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ। আর সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সেই চার ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের।
ঘরের মাঠে ব্যাক টু ব্যাক সিরিজ জিতে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার কাছে হারের পর ষষ্ঠ থেকে অষ্টম স্থানে নেমেছিলো টাইগাররা।
এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এখন নবম স্থানে তারা। বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৩৪।
এদিকে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৯। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, আর তৃতীয় স্থানে রয়েছে ক্রিকেটের পরাশক্তি খ্যাত ভারত।