ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ৮ বছর ধরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন আকরাম খান। সম্প্রতি তার স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক স্ট্যাটাসে জানান, ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান। তার এই স্ট্যাটাসের পরপরই তোলপাড় ক্রিকেট অঙ্গনে!
পরে অবশ্য গণমাধ্যমে আকরাম খান বলেন, এটা পারিবারিকভাবে নেয়া সিদ্ধান্ত। ৮ বছর ধরে আমি এই পদে আছি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো-মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চূড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।
এরপর আকরাম ইস্যুতে পাপন বলেন, প্রথম কথা হলো এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেয়াটা বড় কথা না। কাকে দিব এটা হল বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে, এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ। আমার কাছে কারো কোন পার্সোনালি আগ্রহ থাকলে পাঠাতে পারে। ইটস নট অনলি অপারেশন্স। যেকোনো। ওটা যে দিব বা পাব এমন গ্যারান্টি নাই। কিন্তু জাস্ট জানার জন্য। চেঞ্জ হবে এটাও বলছি না, চেঞ্জ হবে না এটাও বলছি না।
এদিকে শুক্রবার বিকাল ৪টায় শুরু হয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির বোর্ড সভা। নির্বাচনের পর এটি ছিলো ক্রিকেট বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা। এরপরই আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে এসেছেন জালাল ইউনুস। আকরাম খানের জায়গায় আসা জালাল সবশেষ কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হয়ে জালাল ইউনুস বলেন, অসংখ্য ধন্যবাদ বোর্ড সভাপতিকে। উনি আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। উনি আমাকে মিডিয়া থেকে ছাড়তে চাননি, বলেছেন মিডিয়া থাকতে হবে তাই ভাইস চেয়ারম্যান হিসেবে রেখেছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স খুবই শক্ত একটা কমিটি, এখানে অনেক গুরু দায়িত্ব, আমি সবার সমর্থন আশা করি। আমি সাবেক ক্রিকেটার হিসেবে হয়ত আমার এখানে কোন সমস্যা হবে না টেকনিক্যালি, কিন্তু এখানে অনেক বিষয় আছে।
জালাল ইউনুস আরও বলেন, এখন ক্রিকেটে একটা ক্রান্তিকাল চলছে। তবুও আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করবো। কোন মানুষই শতভাগ পারফেক্ট না সবারই ভুল থাকে হয়ত আমিও ভুল করতে পারি। এখন ক্রিকেটের উন্নতির জন্য যা কিছু করার দরকার তা আমি করার চেষ্টা করবো। আমার উদ্দেশ্য হল ক্রিকেটকে সঠিক পথে দেখা।