ধূমকেতু প্রতিবেদক : পবার নওহাটায় সোমবার দুই দিনব্যাপি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
নওহাটা পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত টূর্ণামেন্টে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।
নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নকআউট ভিত্তিতে এ টূর্ণামেন্টে ১০টি ফুটবল টিম অংশ নিচ্ছে।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ আজিজুল হক, প্যানেল-২ কাউন্সিলর দিদার হোসেন ভুলু, কাউন্সিলর নাজিম উদ্দিন, কাউন্সিলর মোখলেসুর রহমান, কাউন্সিলর বাক্কার, কাউন্সিলর আবু সুফিয়ান, কাউন্সিলর হাবিবুর রহমান, কাউন্সিলর আফতাব উদ্দিন, শিক্ষক নাজমুল হক, নওহাটা পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান প্রমূখ।