ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলায় ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা গেছে।
সোমবার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট মিলে মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য যায়। সন্ধ্যা পৌনে সাতটায় দিকে আগুন নিভানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির কথা এখনই বলা যাচ্ছে না।