ধূমকেতু নিউজ ডেস্ক : হাট-বাজার ইজারার আয়ের অবশিষ্ট ৪১ শতাংশ অর্থ হতে ইউনিয়ন পরিষদ (ইউপি) কর্মচারীদের ইউপি অংশের বেতন-ভাতা পরিশােধের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) হতে সিনিয়র সহকারী সচিব মাে. আকবর হােসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের কর্মচারীদের বেতন-ভাতার ইউপি অংশ পরিশােধের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১ শতাংশ হতে সংকুলান না হলে হাট-বাজার ইজারালব্ধ আয়ের ৪১ শতাংশ হতে প্রদানের লক্ষ্যে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা-২০২০ এর ক্রমিক-৪ অনুযায়ী প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।