ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে মিছিল শুরু করছেন আন্দোলকারীরা।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে শুরু করে মিছিলটি হাইকোর্ট এলাকা হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। সাধারণ জনাতার উদ্যোগেই হচ্ছে এই মিছিল। মিছিলে কোনো ব্যানার ব্যবহার করতে দেখা যায়নি আন্দোলনকারীদের।
গণমিছিল থেকে ছাত্র হত্যাসহ সকল নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।
মিছিলটি দুপুর আড়াইটার দিকে শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে চাইলে বাধার মুখে পরেন আন্দোলনকারীরা। যার কারণে শাহবাগ এলাকাতেই অবস্থান নেন আন্দোলনকারীরা।
এর আগে দুপুর ১২টা থেকেই বায়তুল মোকাররম এলাকায় আসতে থাকেন সাধারণ জনতা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew