ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুরের মাঝির বাজার এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা জাহাজে ডাকাতের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর।
তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি হচ্ছে সদরের হরিণাঘাট ফেরিঘাটের কাছাকাছি হাইমচরের চর মনিপুর এলাকার মেঘনা নদীতে। সেখানে থেমে থাকা এমভি আল-বাখেরা নামক নোঙর করা একটি জাহাজে লাশগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদেরকে খবর দেওয়া হয়।
নৌপুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, ডাকাতির উদ্দেশ্যে জাহাজটিতে আক্রমণ করা হয়েছে বলে জেনেছি। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে তাদের জবাই করে দেওয়া হয়। গলাকাটা সবাই জাহাজের স্টাফ। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew