ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেল থেকে ছাড়া পেয়েছেন ১২ বাংলাদেশি মৎস্যজীবী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার জেল থেকে তাদের ছেড়ে দেয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে মাছ ধরার নৌকা ডুবে গেলে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার কূলে এসে ওঠেন সেসব জেলে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ দায়ের হয়।
এরপর ভারত সরকার আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়, এসব জেলে আসলে দুর্ঘটনার শিকার এবং না-জেনেই ভারতে ঢুকে পড়েছিলেন।
গত বৃহস্পতিবার তাদের মুক্তি দেয় দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ আদালত। গত শনিবার ডায়মন্ড হারবার কারাগার থেকে ছেড়ে দেয়ার পর কাকদ্বীপ থানার ওসির হাতে ওই মৎস্যজীবীদের তুলে দেয়া হয়।
সরকারি সূত্রগুলো জানাচ্ছে, বাংলাদেশের কারাগারে পশ্চিমবঙ্গের ৯০ জনেরও বেশি মৎস্যজীবী আটক আছেন। এই বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দেয়া হলে বাংলাদেশ থেকেও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, এই আশাতেই বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে ভারতীয় সরকার।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew