ধূমকেতু নিউজ ডেস্ক : সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে কারণ আগুনটা লেগেছে ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝেও৷ এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনও লাগে না। এটা পরিকল্পনা মাফিক হতে পারে বলে জানিয়েছে নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার(পিও) আমিনুল ইসলাম।
সচিবালয়ে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় নৌ বাহিনীর একটি টিমকে।
সেই টিমের একজন আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে সচিবালয়ে সামনে তিনি সাংবাদিকদের বলেন, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করবো। আমাদের নৌ বাহিনীর টিম এখানে আছে, কাজ করছে।
কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড? জানতে চাইলে নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার আমিনুল ইসলাম বলেন, শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় এক সঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন এক সঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে। সঙ্গতঃ কারণে সন্দেহ হচ্ছে এটা পরিকল্পিত আগুন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew