ধূমকেতু নিউজ ডেস্ক : মাদকাসক্ত পুলিশের ২৬ সদস্যকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শনিবার রাজধানীর মিরপুরে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার একথা জানান।
কমিশনার বলেন, সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করে ২৬ পুলিশ সদস্যের পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করা হবে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, আমাদের বিশ্বাস এভাবে মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেব না।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।