ধূমকেতু নিউজ ডেস্ক : করোনায় দৈনিক মৃত্যুতে বিশ্বে এখন চতুর্থ অবস্থানে বাংলাদেশ। তালিকায় শীর্ষে ইন্দোনেশিয়া, দ্বিতীয় রাশিয়া এবং তৃতীয় ভারত।
সোমবার রাতে করোনার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়ায় প্রতিদিন ৮৯০ এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৭১০। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক মৃত্যুতে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে দৈনিক ৪৭৫ জনের মৃত্যু হচ্ছে। এখন পর্যন্ত ভারতে মোট ৪ লাখ ৯ হাজার ২৬৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া দৈনিক মৃত্যুতে চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সোমবার দেশে ২২০ জনের মৃত্যু হওয়াতেই এই অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জন।