ধূমকেতু নিউজ ডেস্ক : চার মামলার মধ্যে তিনটিতে জামিন পেলেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের। তার বিরুদ্ধে গুলশান থানার করা মাদক ও পল্লবী থানার করা প্রতারণা মামলায় জামিন মঞ্জু করেছেন আদালত।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। তবে শুনানি শেষে তার বিরুদ্ধে গুলশান থানার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
এর আগে তিনি পর্নোগ্রাফি আইনে করা মামলায় জামিন পেয়েছেন। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন না পাওয়ায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
গত ২৯ জুলাই রাত ১২টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এসময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।