ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজ ৭ ফেব্রুয়ারি, ২০২২, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৩৫৭ – ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়।
১৭৯২ – অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮৫৬ – অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ – ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭৪ – মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ – অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষরিত হয়।
জন্ম:
১৭০০ – ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্মগ্রহণ করেন।
১৮১২ – ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স জন্মগ্রহণ করেন।
১৮৩৭ – অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন।
১৮৭০ – অস্ট্রীয় মনস্তত্তবিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন।
১৮৭১ – আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন।
১৮৮৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার সিনক্লেয়ার লুইস এর জন্মগ্রহণ করেন।
১৯০৪ – চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৫৮ – ইংরেজ বিজ্ঞান লেখক ম্যাট রিডলি জন্মগ্রহণ করেন।
২০০১ – মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাট্জ জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৮৯৪ – বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৭৯ – সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।
১৯৮২ – বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন।
১৯৯৯ – জর্দানের সাবেক বাদশাহ হোসেন বিন তালাল পরলোকগমন করেন।