ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব নিরীহ প্রাণী হিসেবে সবার পরিচিত গুইসাপ। বিগত দেড়যুগ আগে উপজেলার গ্রাম-গঞ্জের আনাচে-কানাচে, বন-জঙ্গলে, ঝোপঝাড়ে দেখা গেলেও বর্তমানে তা আর তেমন চোখে পড়েনা।
দেশে এখন আর তেমন বন-জঙ্গল চোখে পড়েনা বিধায় উপজেলা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব এই গুইসাপ। প্রাণীটির অস্তিত্ব এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে গুইসাপ এখন আর তেমন দেখা যায় না।
তবে কয়েকদিন আগে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া মৃত রহিম বক্সের বাড়ির আঙ্গিনায় খাদ্যের সন্ধানে ঘুরতে দেখা যায় বড় আকৃতির একটি গুইসাব। প্রাণী ও পরিবেশদের মতে গুইসাপের দৈর্ঘ প্রায় ৫ থেকে ১০ফিট পর্যন্ত হতে পারে। এরা সাতার জানে বেশ ভাল।
তাছাড়া এরা গাছে ওঠার বেশ পটু। কিন্তু বড় বড় ভিটে-মাটি, বন-জঙ্গল, দিন দিন উজার হওয়ার কারণেই নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারছে না। পরিবেশের ক্ষতি রক্ষার্থে এই প্রাণীটির অস্তিত্ব রক্ষায় সকলকে সচেতন হতে হবে।