IMG-LOGO

শুক্রবার, ৩রা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে ৫ নারীসহ আটক ৯পুঠিয়ায় দলীয় অফিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১১নাচোলে কবর জিয়ারত করলেন নির্বাচন কমিশনার‘ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কিছু বললে সহ্য করব না’ইরানি জনগণ নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ করে দিয়েছে : ইসলামিবিকাশ নম্বরে টাকা পাঠালে জংগলে মিলছে চুরির মিটারগোমস্তাপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনরায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনরাণীনগরে দুর্বৃত্তের আগুনে পুড়লো ৬টি খড়ের পালানিউ ইয়র্কে গুলিতে আহত ১১খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানআজকের রাশিফলপাকিস্তানে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি নেতা হাফিজআজকের দিনের ঘটনাবলি৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবি শিক্ষার্থীদের
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনের ঘটনাবলি

আজকের দিনের ঘটনাবলি

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ৩ জানুয়ারি, ২০২৫ বুধবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

নানা প্রয়োজনে ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৪৩১ – জোয়ান অব আর্ককে বিশপের কাছে হস্তান্তর করা হয়।

১৪৯২ – রানি ইসাবেলা ও ফার্ডিনান্ডের বাহিনীর নিকট যুবরাজ আবু আবদিলের বিশ্বাসঘাতকতায় মুসলিম স্পেনের রাজধানী গ্রানাডার পতন। স্পেনের শেষ উমাইয়া রাজা আবুল হাসানের রাজ্য ত্যাগ করে।

১৪৯৬ – লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৫২১ – পোপ দশম লিও এক ডিক্রি বলে বিখ্যাত খ্রিষ্ট ধর্মবিদ মার্টিন লুথারকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করেন।

১৭৫৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজউদ্দৌলা।

১৭৭৭ – আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৭৮০ – ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।

১৭৮২ – বাংলাদেশের সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ – পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অস্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।

১৮৬১ – আমেরিকায় গৃহযুদ্ধ: ডেলওয়্যার যুক্তরাষ্ট্র থেকে বিভক্ত হতে অনিচ্ছা জানায়।

১৮৭০ – ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।

১৮৮০ – মুম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৯ – প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সঙ্গে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।

১৯২৪ – ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।

১৯৪৭ – মার্কিন কংগ্রেসে প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।

১৯৪৯ – ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত।

১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ – আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

১৯৫৮ – স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৫৮ – ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৫৯ – ৪৯তম রাজ্য হিসেবে আলাস্কা যুক্তরাস্ট্রের সঙ্গে যুক্ত হয়।

১৯৬১ – যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করে।

১৯৬২ – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন।

১৯৬৬ – কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।

১৯৬৮ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।

১৯৭৬ – গ্রিসে স্বৈরাচারী শাসক জর্জ পাপান্ডু পোলাস ও তার কয়েকজন সহচর কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৮২ – বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

১৯৯০ – মার্কিন সেনাদের কাছে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা আত্মসমর্পণ করে।

১৯৯৩ – মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ – সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৮ – কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

১৯৯৯ – পাকিস্তান শক্তিশারী বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অল্পের জন্য প্রাণরক্ষা হয়।

১৯৯৯ – মার্কিন স্পেসশিপ ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।

জন্ম

১১৯৬ – জাপানের সম্রাট সুচিমিকাডো।

১৬৯৮ – ইতালির খ্যাতনাম কবি এবং সাহিত্যিক পেদ্রো মেটাসটাসিও।

১৭৩২ – দানবীর হাজী মুহম্মদ মহসীন।

১৮৬৮ – নোবেল জয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস।

১৮৭০ – অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন।

১৮৮৮ – নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি।

১৯০৭ – মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রে মিলান্ড।

১৯১২ – কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সুভো ঠাকুর।

১৯২৮ – ভারতের লেপচা সংস্কৃতির ধারক ও বাহক সোনম শেরিং লেপচা।

১৯৪০ – মার্কিন চলচ্চিত্র সম্পাদক থেলমা স্কুনমেকার।

১৯৫২ – বাংলাদেশের রাজনীতিবিদ আহাদ আলী সরকার।

১৯৫৬ – মার্কিন-অস্ট্রেলীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, এবং চিত্রনাট্যকার মেল গিবসন।

মৃত্যু

১৫০১ – উজবেক কবি ও বুদ্ধিজীবী নাজিমুদ্দিন মীর আলিশের নভোই।

১৮৭৫ – ফরাসি সম্পাদক ও কোষগ্রন রচয়িতা পিয়ের আতোনাজ লারুস।

১৮৯১ – ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপ।

১৯৮৩ – কবি কাদের নেওয়াজ।

১৯৯২ – বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল।

২০০২ – ভারতীয় গণিতজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী সতীশ ধাওয়ান।

২০০৮ – বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত।

২০১০ – ভারতীয় বাঙালি লেখক মতি নন্দী।

২০১১ – ভারতীয় সঙ্গীতশিল্পী, সুরকার ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র।

২০১৯ – ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার দিব্যেন্দু পালিত এবং বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

২০২১ – একুশে পদকবিজয়ী বাংলাদেশি লেখিকা রাবেয়া খাতুন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031