ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. নিলুফা আক্তার বানুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হলটির ছাত্রীরা। হলের এক শিক্ষার্থীর অসুস্থের ঘটনায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয়ায় রোববার রাত ১০টার দিকে আন্দোলন শুরু করেন ছাত্রীরা। পরে রাত ১টার দিকে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।
জানা গেছে, রোববার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী। এ সময় তার সহপাঠীরা প্রভোস্টের নম্বরন কল করে বিষয়টি জানান। বিষয়টি জানার পরও তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নেয়ায় ছাত্রীরা একাধিকবার প্রভোস্টের নম্বরে কল দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরবর্তীতে ঘণ্টাখানেক পরে অ্যাম্বুলেন্স এসে অসুস্থ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়।
পুরো ঘটনায় ক্ষুব্ধ হয়ে শতাধিক ছাত্রী হলের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন।
আন্দোলনে ছাত্রীরা ‘প্রভোস্টের পদত্যাগ আজই চাই আজই চাই, প্রভোস্টের টালবাহানা চলবেনা চলবেনা, স্বৈরাচারী আচরণ চলবে না’ এমনসব স্লোগান দিতে থাকে।
আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, তাদের সঙ্গে অসদাচরণের বিষয়টি নতুন নয়। এছাড়া হলের ডাইনিং এর খাবারে নিম্নমানের, রিডিং রুমে পড়ালেখার সুব্যবস্থা নেই, ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী, এবং ইন্টারনেট সংযোগের সমস্যা রয়েছে। এছাড়া হল নিয়মিত পরিষ্কারও করা হয় না।
অন্যদিকে আন্দোলন শুরু হলে রাতে প্রভোস্ট নিলুফা আক্তার বলেন, এত রাতে তো আর ছাত্রীদের সঙ্গে বসা সম্ভব নয়। আমি কাল হলে গিয়ে ছাত্রীদের দাবিগুলো শুনবো বা লিখিত অভিযোগ থাকলে দেখবো। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসব।
এদিকে আন্দোলনের এক পর্যায়ে রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়া ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য হলে আসেন। এসময় তারা ছাত্রীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে রাত ১টার দিকে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।
ছাত্রীদের সঙ্গে আলোচনা শেষে উপ-উপাচার্য মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ছাত্রীদের অভিযোগগুলো শুনেছি। হলগুলোতে যে এত সমস্যা রয়েছে তা আমাদের জানা ছিল না। এগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।’