ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে সাতগাঁও রেলওয়ের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, ‘বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ের স্টেশেনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৯৫১নং তেলবাহী ট্রেনটির ৭টি বগি লাইলচ্যুত হয়। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’
মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনার পরপরই কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান রওয়ানা দিয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এ পথ দিয়ে কোন ট্রেন চলাচল করবে না।’
সরেজমিনে দেখা যায়, বগি উল্টে গিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। এ সময় স্থানীয় জনগণকে পড়ে যাওয়া সেই তেল সংগ্রহ করতে দেখা যায়।