ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী গোলাম রাব্বানী (১২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাব্বি রায়ঘাটী ইউনিয়নের আমগাছি গ্রামের কাউছার আলীর ছেলে।
শুক্রবার (১৮ জুন) দুপুরে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের আমগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হারুণ অর রশিদ (১৩) নামের আরও একজন কিশোর আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত উভয়ই একই গ্রামের বাসিন্দা এবং হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ জুন) দুপুরে রাব্বীসহ কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশেই ফুটবল খেলছিল। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়, রাব্বির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন, বৃষ্টির সময় শিশুরা ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতে রাব্বির মৃত্যু হয়েছে।
মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খেলার মাঠে বজ্রপাতে গোলাম রাব্বানী নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলেও জানান তিনি।