ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় নায়েব আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি খড়পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী উপজেলার ভারশোঁ ইউনিয়নের মুশিদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। ঘটনায় ট্রাকসহ চালক মঞ্জুর ইসলামকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক রাস্তা পারাপারের সময় নায়েব আলীকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তায় পড়ে তিনি গুরুতর জখম হন। নায়েব আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নিহত নায়ের আলীর সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।