ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ছাত্র-জনতার অভ্যুথ্থানের সময় গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগে ওয়ারেছ আলী ওরফে মুরগি বাবুকে (৩৮) পুলিশ আটক করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছুদিন পালিয়ে ছিলেন তিনি। তবে সপ্তাহ খানেক আগে প্রকাশ্যে আসেন তিনি। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এলাকায় তিনি মুরগি বাবু হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার দুপুরে মুরগি বাবু ভবানীগঞ্জ পৌরসভায় অবস্থান করছিলেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ সেখান থেকে তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুরগি বাবু হাতে পাইপ নিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করছেন। সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজনেরা জানান, মুরগি বাবু এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাজারে মুরগি কেনা-বেচার কারণে তিনি এলাকায় মুরগি বাবু হিসেবে পরিচিত ছিলেন। গত ২০০৯ সালের জাতীয় নির্বাচনের পরে তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। স্থানীয় ভাবে স্বেচ্ছাসেবকলীগের ভবানীগঞ্জ ওয়ার্ড শাখায় যুক্ত হন। এর থেকে ঠিকাদারী কাজে জড়িয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি প্রদানসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়ে পড়ে আলোচিত হন তিনি। এছাড়াও এক সময় কয়েকজনকে নিয়ে লাল বাহিনী গঠন করেন। তবে ওই সময় বিষয়টি আলোচিত হলে বাহিনীর তৎপরতা বন্ধ হয়ে যায়।
বাগমারার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew