ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ডা. মোহা: জাওয়াদুল হক। আজ বুধবার (৩০ অক্টোবর, ২০২৪) সকাল সাড়ে ১১টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। সভা সঞ্চালনা করেন, উপাচার্য মহোদয়ের পিএস মো. নাজমুল হোসাইন।
মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা: জাওয়াদুল হক রামেবির বিভিন্ন দপ্তরের সমস্যা সম্পর্কে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দপ্তরের কাজ করার জন্য নিদের্শনাসহ অফিসের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার নির্দেশ দেন। উপাচার্য মহোদয় বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়কে দৃশ্যমান করাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করছেন। এ কাজে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew