ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গার্ডার বোঝাই লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ মিনিট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শমসের পাড়া রেলক্রসিংটি একটি উন্মুক্ত ক্রসিং। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাওয়ার সময় চসিকের খাল খনন কাজে ব্যবহৃত একটি গার্ডার বোঝাই লরি রেললাইনে উঠে পরে। এ সময় ট্রেনের সঙ্গে গার্ডার বোঝাই লরির সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ মিনিট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘অসাবধানবশত চসিকের গার্ডার বোঝাই লরিটি রেললাইনে উঠে গেলে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে রেলওয়ে স্টেশনের লোকজন এসে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। পরে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।’
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew