ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রেস ব্রিফিংয়ে বলেন, দ্রব্যমূল্য জনগনের নাগালের মধ্যে রাখতে গত অক্টোবর মাসে এ জেলায় ১৯ টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ করা হয়। জেলার ১১ টি উপজেলা এবং তিনটি পৌরসভাতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০, পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য মোট ১৭ টি মামলায় ১৫ হাজার ৬শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা/থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা/থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
গত দুই মাসে এ জেলায় ১৫২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১০ টি মামলায় ৬ লক্ষ ৫৯ হাজার ৯৫০ টাকা অর্থদন্ড এবং ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও চোরাচালন রোধে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গত দুই মাসে ৩ হাজার ৩১৭ টি অভিযান পরিচালনা করে ২১৪ টি মামলায় ২৩৪ জনকে আটক করা হয়েছে এবং ২ কোটি ৬৭ লক্ষ ৩৯ হাজার ৯২ টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতিক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে।
নওগাঁ জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।
সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সর্বাত্মক প্রচেস্টায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়ন্দা নজরদারিসহ জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew