ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থ বছরের রবি/২০২৪-২০২৫ মৌসুমে গম,ভুট্রা, সরিষা, সুর্যমুখী শীতকালীন পেয়াজ ও অড়হড় চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ (১১ নভেম্বর) সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম (মস্টার)। এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শাহানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সঞ্চিতা রায়সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারী,প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার জানান, চলতি রবি/২০২৪-২০২৫ মৌসুমে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ২৭০০ জন কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন করা হবে। এতে সরিষা বীজ পাবে ১৭ জন,গম বীজ পাবে ১৫০জন,ভুট্রা বীজ পাবে ৮০০ জন, পেয়াজ বীজ পাবে ১০ জন, সুর্যমূখী বীজ পাবে ৩০ জন। রাসায়নিক সার প্রকার ভেদে ডিএপি,এমওপি সার বিতরন করা হবে।