ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইসলামী ও জেনারেল শিক্ষা সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে সুনাম অর্জন করেছে দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসা। এটি হাদীস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত একটি ত্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠার পর থেকেই কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে চলেছে। আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ শিক্ষায় দক্ষ করে তুলা হচ্ছে শিক্ষার্থীদের। দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসার বার্ষিক শিক্ষা সম্মেলন-২০২৪ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠান সংলগ্ন মচমইল ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক আবুল হোসেন আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান, হাদিস ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল হালিম, অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম। দারুল ঈমান সালাফিইয়াহ মাদরাসার শিক্ষার্থী আতেরা হোসেন তুবা, রাহী, রবিউল ইসলাম, সুলতানা খাতুন,হুমাইরা সিদ্দিকা,আমির হোসেন রাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর সরকারি কলেজের প্রভাষক রায়হানুল ইসলাম রানা, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজিমুদ্দিন, পানিশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নারায়নপাড়া কারিগরি স্কুলের শিক্ষক রাজু আহম্মেদ, আবুল কাশেম প্রমুখ। শিক্ষার্থীদের বাংলা,ইংরেজি, আরবি ভাষায় বক্তব্য সবাইকে মুগ্ধ করে। সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের মাওলানা হাফিজুর রহমান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew