ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় হয়রানিমূলক সাজানো মামলা, লিজকৃত বিল দখলের পাঁয়তারা, কাল্পনিক জাবের বাহিনী নাম দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ও চরিত্র হনন, এবং আব্দুর রাজ্জাকের উপর শসস্ত্র হামলাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন করা হয়েছে ।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল চার’টায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ- হলুদঘর পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শান্তিকামী এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মৎস্য চাষী জাবের আলী সংবাদ কর্মীদের জানিয়েছেন, আমি দীর্ঘ ২৮ বছর যাবৎ মৎস্য ব্যবসা করে আসছি। জীবনে কারও ক্ষতি করি নাই। আমার কাছে থেকে চিহ্নিত একটি পক্ষ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে কথিক জাবের বাহিনী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। এর পর যদি কেউ মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নারায়ণ চন্দ্র সাহা, মন্দিয়াল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাবর আলী, জাহিদ হাসান আকাশ, বীরকয়া গ্রামের জেসমিন আরা, মৎস্য চাষী আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ সহ আশপাশের বেশ কয়েকজন কৃষক ও জমির মালিকরা।
মুঠোফোনে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে কল দিলে তিনি ফোনে পাওয়া যায়নি। ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক বলেন, বাগমারায় কোন বাহিনীর অস্তিত্ব নেই। তবে জাবের আলী নামক ব্যক্তির বিলের মাছ ও সম্পদ রক্ষার জন্য আশপাশের গ্রামের বেশ কিছু লোকজন রয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew