ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিবাদমান একটি জমি থেকে আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় কাকলি ইসলাম নামের এক নারী মান্দা থানায় অভিযোগ করেন। তিনি নহলা কালুপাড়া (কাজীপাড়া) গ্রামের কাজী নজরুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী কাকলি ইসলাম বলেন, ‘ চলতি মৌসুমে আমার স্বামী নজরুল ইসলামের ভোগদখলীয় জমিতে আমন ধানের চারা লাগানো হয়। ধানগাছ পাকলে তা কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ অবস্থায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আনোয়ার হোসেন লোকজন দিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানগুলো কেটে নিয়ে যায়।’
কাকলি ইসলাম অভিযোগ করে বলেন, ‘অভিযুক্ত আনোয়ার হোসেন এর আগেও আমাদের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। বিভিন্ন সময় ফসল বিনষ্ট করে ক্ষতিসাধন করে।’
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, ‘ওয়ারিশানমুলে ওই সম্পত্তি আমিই ভোগদখল করি। চলতি মৌসুমে আমন ধান লাগিয়ে পরিচর্যাও করেছি। ‘নজরুল ইসলামের স্ত্রী কাকলি ইসলামের অভিযোগ সঠিক নয়।’
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ তদন্তের জন্য থানার উপপরিদর্শক হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew