ধূমকেতু প্রতিবেদক : দেশ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ভালোবাসা থেকে মুক্তি যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মনের সবটুকু ভালোবাসা নিশ্বেষ করে দীর্ঘ কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য বানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। ৫ আগস্টের গনঅভ্যুথানের পর সেটি নিয়ে বিপাকে পড়েন শিল্পি। শেষমেষ কোথাও স্থাপন করতে না পেরে ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন তিনি।
রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবহেলায় রাস্তার লাইটপোস্টে বাঁধা অবস্থায় ভাস্কর্যটি মিডিয়াকর্মীদের নজরে আসে।
রাজশাহীর বহুল প্রচারিত অনলাইন পোর্টাল বিজয়বাংলা নিউজসহ ফলাও ভাবে স্থানীয় ও জতীয় দৈনিক পত্রিকাসহ অনলাইনে বিভিন্ন শিরোনাম ভাস্কর্যটি সংবাদ প্রকাশিত হলে নজরে আসে সবার।
এর পর ভাস্কর্যটির শিল্পী আমিরুল মোমেনিন জোসির সঙ্গে যোগাযাগ করেন কুড়িগ্রামের আইনজীবী ও উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোক্তা এস এম আব্রাহাম লিংকন। তার ‘উত্তরবঙ্গ জাদুঘরে’ রাখবেন ভাস্কর্যটি মর্মে যোগাযোগ করেন।
এর পর শিল্পি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন ২৪ নভেম্বর রোবার দুপুরে ভাস্কর্যটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন। বর্তমানে সেখানেই রয়ছে।
উল্লেখ, কোথাও বসানোর স্থান না পেয়ে রাবির গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এই অধ্যাপক তার ভাস্কর্যটি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। এ নিয়ে হইচই শুরু হয়। এরপরে আইনজীবী ভাস্কর্য নেওয়ার কথা জানান। রবিবার সকালে ভাঙারি ব্যবসায়ী ভাস্কর্যটি ল্যাবে দিয়ে যান। অধ্যাপক যে টাকায় বিক্রি করেছিলেন, সেই টাকা ও ভ্যানের ভাড়া ব্যবসায়ীকে দিয়েছেন।
অধ্যাপক জোসি বলেন, শনিবার বরেণ্য আইনজীবী এসএম আব্রাহাম লিংকন আমার মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে ভাস্কর্যটি জাদুঘরের জন্য নিতে চান বলে জানান। ভাস্কর্যটি ভালো একটা জায়গা পাচ্ছে। এজন্য আমি খুব খুশি। এখন এটা ল্যাবে যত্ন করেই রেখেছি। দ্রুতই ভাস্কর্যটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে আইনজীবী এস এম আব্রাহাম লিংকনের বাড়িতে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ জাদুঘর। তিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক পান। আব্রাহাম লিংকন তার ‘লিংকনস ইন’ নামের বাড়িতে নিজের সংগ্রহ করা বিভিন্ন মানুষের দেওয়া ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন নিয়ে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew