ধূমকেতু প্রতিবেদক : রেলওয়ে রাজশাহীর প্রকৌশলী বিভাগের সাবেক কর্মচারী, রেলওয়ের প্রবিন শ্রমিক নেতা মনোয়ার হোসেন মনো, রেলওয়ে রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০ ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)
আজ ১লা ডিসেম্বর রোববার বাদ জোহর নামাযে জানাযায় শেষে দাফন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর।মৃত্যকালে তিন স্ত্রী,২ সন্তান,নাতি-নানী,ভাই বোনসহ বহু গুনাগ্রহী রেখেগেছেন।
তিনি তার কর্ম জীবনে রেলওয়ের কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সারাজীবন লড়াই করে গেছেন।
এছাড়া তিনি একজন গুনি মানুষ,বলিষ্ঠ নেতা,শিল্পি,নাট্য প্রযোজক ও সমাজ সেবকসহ বহু গুনে গুনান্নিত ছিলেন।
এছাড়া একাধিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন,
★আজীবন সদস্য রাজশাহী এসোসিয়েশন।
★সদস্য জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহী।
★সদস্য জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহী।
★বিশেষ শ্রেনির নাট্যশিল্পি বাংলাদেশ বেতার, রাজশাহী।
★কার্যকরী সভাপতি রেলওয়ে নাট্যগোষ্ঠী, রাজশাহী; রেনাগোরা।
★নাট্য প্রযোজক at বাংলাদেশ বেতার, রাজশাহী।
★সাধারন সম্পাদক বেতার নাট্যকার নাট্যশিল্পি সংসদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।
★ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল, কেন্দ্রীয় কমিটি।
★Fencing mate at Bangladesh Railway,
আমি তার আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদ্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew