ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় শ্রাবণী রানী সরকার (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রবিবার (১ ডিসেম্বর) ভোরে পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়ীয়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা মনে হলেও রহস্যজনক। তাই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রাবণী রানী সরকার হোমিও চিকিৎসক বিধান চন্দ্র সরকারের স্ত্রী।
বিধান চন্দ্র সরকার জানান, তার স্ত্রী মানসিক রোগী। তিনি বলেন, শনিবার রাতে আমরা খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ি। রাত ৪টার দিকে ঘুম ভাঙলে তাকে পাশে না পেয়ে ছেলে-মেয়েকে ডেকে ওঠাই। পরে পাশের একটি রুম আটকানো দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করি। তার কোনো সাড়া না পেয়ে ছিটকানি ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়।
পুঠিয়া থানার (ওসি )কবির হোসেন জানান, ওই নারীর মানসিক রোগের চিকিৎসা চলছিল। ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। কিন্তু তার নাক দিয়ে রক্ত ঝরছিল। এ কারণে তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew