ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকানে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজনে প্রসাদপুর বাজারের টিএন্ডটি অফিসের সামনে ন্যায্য মূল্যের এ দোকান উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা দিপংকর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ন্যায্য মূল্যের এ দোকানে এক কেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হয়। একজন ভোক্তাকে সর্বোচ্চ এক কেজি ও সর্বনি¤œ ২৫০ গ্রাম মাংস দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নিদের্শনায় ন্যায্য মূল্যে মাংসের দোকান চালু করা হয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার এ দোকান চালু থাকবে। আগামিতে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসেরও ব্যবস্থা করা হবে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew