ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর পরিচালনা পর্ষদের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই নির্বাচন আয়োজন করা হয়।
নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন মো. তরিকুল ইসলাম।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঁচজন। মেসার্স রহমান ডেভেলপার অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী তৌফিকুর রহমান লাভলু সভাপতি এবং আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের আ. স. ম. মিজানুর রহমান কাজী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেডরিক প্রপার্টিজের মো. মেজবাউল বারী সওদাগর। পরিকল্পনা ও অর্থ সম্পাদক হয়েছেন পারফেক্ট লিভিং লিমিটেডের এম. এম. সিহাব পারভেজ এবং দপ্তর সম্পাদক হয়েছেন হিলটেক রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী উজ্জল কবির।
নির্বাচনী অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাকসুদুর রহমান রিংকু, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদের আহসান হাবীব অপুসহ রেডার সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, রেডার নতুন নেতৃত্ব সংগঠনের সুষ্ঠু পরিচালনা ও ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, এই নির্বাচন রাজশাহীর রিয়েল এস্টেট সেক্টরে একটি নতুন দিক উন্মোচন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew