ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারের শপিংমলের পাশাপাশি ফুটপাতে অবস্হিত বিভিন্ন দোকান গুলোতে জমে উঠেছে জমজমাট শীতের পোশাক বেচাকেনা। উপজেলার নিমগাছি, ভুইয়াগাতী, চান্দাইকোনা, ধানগড়া, নলকা ও পাঙ্গাসী সহ বিভিন্ন হাট-বাজারের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষেরা। ফুটপাতের এসব দোকানে বয়স্কদের পাশাপাশি ছোটদের সোয়েটার, টাউজার, মাপলার, টুপি সহ বিভিন্ন সাইজের শীতের পোশাক হাকডাক করে এসব কাপড় বিক্রি করছেন হকার ও দোকানদারেরা।
এদিকে দরদাম যাচাই-বাচাই করে পছন্দ করে ক্রয় করছেন ক্রেতারা। উপজেলার চান্দাইকেনা, ধানগড়া ও পাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন ফুটপাতের দোকানিদের সাথে কথা হলে তারা জানান, বেশ কিছু দিন ধরে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসে থাকলেও তেমন বেচা-কেনা হয়নি। তবে গত সোমবার সারাদিন ঘনকুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃস্টির ফলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দিনদিন ক্রেতার ভিড় বাড়ছে। তবে শপিংমল থেকে ফুটপাতে বেশি ভিড় বাড়ছে বলে জানান স্হানীয়রা।
উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফুটপাতে শীতের পোশাক ক্রয় করতে আসা, আমিনা খাতুন, শাপলা খাতুন ও রজিনা বেগম জানান, গত দুদিন থেকে শীতের প্রকোপ বাড়ছে। তাই ছোট ভাই-বোন ও বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম একটু বেশি বলে জানান তারা। ডিসেম্বরের মাঝামাঝিতে শীত আরোও বাড়তে পারে বলে জানা যায় পত্র-পত্রিকায় প্রকাশিত আবহাওয়া সূত্রে। এদিকে দিনদিন শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবস্হিত শপিংমল ও ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew