ধূমকেতু প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে ৫৪তম মহান বিজয় দিবস পালন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির মহানগর শাখার উদ্যোগে এ দিবস পালন করা হয়। এদিন ওয়ার্ড পর্যায় থেকেও আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল- র্যালি, শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাইকেল র্যালি।
প্রথমে সোমবার সকাল ৯টায় নগরীর বরেন্দ্র জাদুঘর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ অনুষ্ঠিত র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ বলেন, আমরা ক্যাম্পাসে আর সহিংসতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি দেখতে চাই না। আমরা ক্যাম্পাসে স্বাধীন ও সুষ্ঠু পরিবেশ চাই, যাতে শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে আমাদের দেশকে বিশ্ব দরবারে সমুন্নত করবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৫ বছরে সীমান্তে বিএসএফের গুলিতে তিন শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন, এই সকল হত্যার আন্তর্জাতিক আদালতে মামলা করে বিচারের আওতায় আনতে হবে।
এদিন শিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বোয়ালিয়া পশ্চিম থানার উদ্যোগে আজিজর রহমান খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ। এসময় সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি সিফাত উল আলম বক্তব্য রাখেন। কর্মসূচিতে মহানগরীর সেক্রেটারি শামীম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুর ১২টায় রাজপাড়া থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। এদিন বেলা ১১টায় সাইকেল র্যলীর আয়োজন করে সংগঠনটির কাশিয়াডাংগা থানার এক নম্বর ওয়ার্ড। বোয়ালিয়া পূর্ব থানার ২৪ নম্বর ওয়ার্ডে বেলা ৩টায় ক্রীড়া প্রতিযোগিতা হয়। এরপর পুরস্কার বিতরণ শেষে তাদের নিয়ে রাতে নৈশভোজের আয়োজন করা হয়। এদিন দামকুড়া থানায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট।
এছাড়া মহানগর ছাত্রশিবিরের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে শহরের বিভিন্ন থানায় রাতে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ আয়োজন করা হয়। মহানগর শাখার বিতর্ক বিভাগের পক্ষ থেকে আন্তঃথানা বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন রাজশাহী মেডিকেল কলেজ শাখা। আর রানার্সআপ হয় শাহ মখদুম থানা শাখা। পরে ছাত্রশিবিরের নেতারা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্ট।
এসব বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি সিফাত উল আলম বলেন, খুনি হাসিনার স্বৈরাচারি শাসনামলে নানা বাধাবিপত্তির মধ্যেও প্রতিবছরই আমাদের এসব কর্মসূচি ছিল। তবে এবার ফ্যাসিবাদের বিদায়ের পর আমরা স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পেরেছি। জনকল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।