ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে পরিমাপের চেয়ে ছোট ও নিম্নমানের ইট সরবরাহের অভিযোগ উঠেছে ইটভাটা মালিকদের উপর।
সাধারণ ক্রেতাদের অভিযোগ,কর্তৃপক্ষের নজরদারিতে গাফিলতি থাকায়, ভাটা মালিকরা মানহীন ও পরিমাপে ছোট ইট তৈরি করছেন। এতে করে বাড়ি বা প্রতিষ্ঠান নির্মাণে বেশি ব্যয় হচ্ছে। ইটের বাইরে প্রয়োজনীয় উপকরণ বেশি ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে। এতে ইট ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন।
সরকারি নিয়ম অনুসারে প্রতিটি ইটের পরিমাপ দৈর্ঘ ১০ ইঞ্চি প্রস্তু ৫ ইঞ্চি ও উচ্চতা ৩ ইঞ্চি হওয়ার বিধান থাকলেও ভাটা মালিকরা ওই নিয়মকে বৃদ্ধাংগুলি দেখিয়ে তাদের ইচ্ছেমত ইট তৈরি করছেন।
সরজমিনে জেলার কয়েকটি ইটভাটা ঘুরে দেখা গেছে, প্রতিটি ভাটার মালিক নিয়ম অনুসারে ইট তৈরি করছেন না। তারা প্রতিটি ইটের দৈঘ্য ১০ এর পরিবর্তে সাড়ে ৯ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চির পরিবর্তে সাড়ে ৪ ইঞ্চি ও উচ্চতা ৩ পরিবর্তে পৌনে তিন ইঞ্চি করে তৈরি করছেন।
কয়েকটি ইটভাটা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রতিটি ভাটার মালিক নিয়ম অনুসারে ইট তৈরি করছেন না। তারা প্রতিটি ইটের দৈঘ্য ১০ এর পরিবর্তে সাড়ে ৯ ইঞ্চি, প্রস্থ পাঁচের পরিবর্তে সাড়ে চার ইঞ্চি ও উচ্চতা ৩ ইঞ্চির পরিবর্তে পৌনে ৩ ইঞ্চি করে তৈরি করছেন।
ইট তৈরির সংশ্লিষ্ঠ কারিগররা বলেন, প্রতিটি ইটের ফর্মার দু’দিকে আকারে হাফ ইঞ্চি ছোট করা আছে। তবে মালিকরা আমাদের যে ফর্মা দিচ্ছেন আমরা সে ভাবেই ইট তৈরি করছি। এর ফলে এক হাজার ইট তৈরির মাটিতে ৬০ পিস ইট অতিরিক্ত তৈরি হয়।
তবে ইটভাটা মালিকেরা বলেন, আমরা ইট কাঁচা অবস্থায় সঠিক মাপে তৈরি করি। পোড়ানোর পর সাইজ কি হলো সেটা দেখার বিষয় নয়। ক্রেতারা পছন্দ হলে নিবেন না হলে নয়। আমরা ক্রেতাদের জোর করে দিচ্ছি না। মাপ দেখেই গ্রাহকরা ইট কেনে বলে জানান তিনি।
পুঠিয়ার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বলেন, বিগত দিনে দু’একটি ভাটার ইট সাইজে ছোট তৈরি হতো। গত দু’বছর থেকে সকল ভাটা মালিকরা পরিমাপে কম করে ইট তৈরি করছেন। এতে অবকাঠামো নির্মাণকারীদের খরচ বেড়ে গেছে।
এলাকার ইট ক্রেতারা বলেন, ভাটা মালিকরা বর্তমানে ১নং ইটের দাম নিচ্ছে ১০ হাজার ৬০০ টাকা। অথচ তারা ইট আকারে অনেক ছোট করে আমাদের সাথে প্রতারণা করছেন।
নাম প্রকাশ না করা শর্তে একজন ভাটা মালিক বলেন, আমাদের মালিক সমিতি রয়েছে। ভাটার কোনো সমস্যা ও পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন দপ্তর দেখার দ্বায়িত্ব সমিতির সভাপতি-সেক্রেটারীর। সে মোতাবেক প্রতিটি ইটভাটা মৌসুমের শুরুতে একটা কালিনী মোটা অংকের ও একটি অর্থ সমিতিতে দিতে হয়। সমিতি সেই টাকা কোথায় কিভাবে দেয় তা আমরা জানি না।
তবে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন,
তারা সরকারী নিয়োমাইসিন মনে ভাটা গুলোকে ইট তৈরীর জন্য বলা হয়েছে।
তাদের সমিতিতে থাকা ভাটা মালিকদের ইটের মান ভালো বলে দাবি করেন তিনি।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, রাজশাহীতে কিছু অসাধু ব্যবসায়ীরা নিম্নমাণের ও পরিমাপে ছোট ইট তৈরি করছে। এসব ইট কিনে ভোক্তারা প্রতারিত হচ্ছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে অজ্ঞাত কারণে বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেয়া হয়না।
রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, মাণসম্পন্ন মাটি দিয়ে সঠিক পরিমাপে ইট তৈরির জন্য সকল ভাটা মালিকদের কাছে ইতিপূর্বেই চিঠি দেয়া আছে। নিম্নমান ও পরিমাপে ছোট ইট তৈরি দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে এখনও কোন অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, ভাটাগুলো ইটের সাইজ ছোট করার বিষয়টি আমার জানা ছিল না। আর এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ইট তৈরিতে পরিমাপ কম দেয়ার কোনো নিয়ম নেই। যারা এই কাজ করছেন তাদের সাথে কথা বলে আইনগত পদ্ধতিতে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew