ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তি থেকে অর্ধশতাধিক বনজ গাছ কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
আজ সোমবার ভোরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি পূর্বপাড়া আদিবাসী পল্লীর পাশে এসব গাছ কেটে ফেলা হয়। ঘটনায় আবর আলী নামের একব্যক্তি ৩জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আরব আলী মন্ডল বলেন, দেলুয়াবাড়ি মৌজায় ৭ শতক ভিটা জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। ওই সম্পত্তিতে ইউক্যালিপট্যাস ও মেহগনির গাছের চারা রোপণ করা হয়। সোমবার ভোরে দেলুয়াবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের নেতৃত্বে বেশকিছু লোকজন সংঘবদ্ধ হয়ে গাছগুলো কেটে সাবাড় করে দেয়।
আবর আলী অভিযোগ করে বলেন, একই খতিয়ানের মালিক জীবন মৃধার কাছ থেকে ৫শতক জমি কিনেছেন সিরাজ উদ্দিন গংরা। এর পর সেখানে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করছেন তারা। কিন্তু বিভিন্ন সময় ওই খতিয়ানের অন্য দাগে গিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজ উদ্দিনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew