ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গ্রামে যাতায়াতের একমাত্র সংযোগ রাস্তা পাকাকরণ ও বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। এসময় প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নেকবর আলী সরদার, স্থানীয় বাসিন্দা এরশাদ আলী, সাইদুর রহমান, ইদ্রিস আলী, বাবুল হোসেন, জুয়েল রানা, কামরুজ্জামান শিকারি, জামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
চকরাজাপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলী বলেন, চকরাজাপুর গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা, তিনটি মসজিদ ও একটি ঈদগাহ রয়েছে। গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি।
গ্রামের আরেক বাসিন্দা সাইদুর রহমান বলেন, বর্ষায় রাস্তাটির খারাপ অবস্থার জন্য কৃষিপণ্য পরিবহণে দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যালয়ের যাতায়াতের সময় কাদা-পানিতে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা নষ্ট হয়। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়েন স্বজনেরা।
প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নেকবর আলী সরদার বলেন, গ্রামের গোদাবিলসহ আশপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ কারণে বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে বিলগুলোতে পানি জমে একমাত্র রাস্তাটি ডুবে যায়। বিলের পাশ দিয়ে খাল খনন করা হলে জলাবদ্ধতার নিরসনসহ ফসল উৎপাদন হবে। একই সঙ্গে গ্রামবাসির যাতায়াতের একমাত্র সংযোগ রাস্তাটি পাকাকরণের দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মÐল বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এটি বেহাল অবস্থায় আছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ রাস্তাটির কাজ করা সম্ভব নয়। রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা এলজিইডি দপ্তরে চাহিদাপত্র দেওয়া হয়েছে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew