ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ: প্রতিবন্ধী স্বামীকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের বানু বেগম। এক সময় দিন শ্রমিক স্বামী শাহালীর একক উপার্জনে পাচ জনের সংসার চললেও বর্তমানে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কোনোমতে দিন পার করছেন বানু বেগম। গতকাল সকালে সরেজমিনে গিয়ে প্রতিবন্ধী শাহালীর সহধর্মীণি বানু বেগমের সাথে কথা হলে তিনি বলেন, তার স্বামী গত কয়েক বছর আগে বেন স্টোক জনিত কারনে কোনো কাজকর্ম করতে পারেন না।
আধ-পাগলা একমাত্র ছেলের কিছু উপার্জন ও স্ত্রী বানু বেগম অন্যের বাড়ি কাজ করে কোনোরকমে চলে তাদের সংসার। প্রতিবেশি মোঃ মজিবুর রহমান দোকানদার বলেন, আমার জানা মতে বানু বেগম তার প্রতিবন্ধী স্বামী মোঃ শাহালীকে নিয়ে অনেক কস্টে আছেন। আমাদের গ্রামে এদের মতো অসহায় আর কেউ নেই। এদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
এদিকে বানু বেগম আরও বলেন, আমরা বুরা-বুরি চোট্ট এই খেলনা ঘরেই বসবাস করি। তারপরেও ঘরটা ভাঙ্গাচুড়া। মেয়েটাকে বিয়ে দিয়েছি। ছেলেটা বউ নিয়ে থাকে আামার এই খেলনা ঘরের মতোই আরেকটি ভাঙ্গা গড়ে। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে বেশ কস্টেই জীবন-যাপন করছেন বানু বেগম। এমতাবস্থায় উপজেলা প্রশাসন, দেশের বিভিন্ন মানবিক সংগঠন তথা সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার শ্রীদাসগাতী গ্রামের প্রতিবন্ধী মোঃ শাহালী ও তার সহধর্মিণী মোছাঃ বানু বেগম। নিম্নে প্রতিবন্ধী পরিবারের একটি মোবাইল নাম্বার দেওয়া হলো। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৩২৩৯১৬০৫৯ এই নাম্বারে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew