ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন, মান্দা উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাউসার আলী (২০), দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার হোসেন (১৯) ও আশরাফ আলীর ছেলে সাহাদৎ হোসেন (১৯)। নিহতরা সবাই ২০২৩ সালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাশ করেন।
উপজেলার বনকুড়া গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, নিহত তিন বন্ধু বুধবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কেশরহাটের তালতলি এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিন বন্ধুকে মৃত ঘোষণা করেন।
আব্দুল জব্বার আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ চকবালু গ্রামে কাউসার হোসেন ও সাহাদৎ হোসেনের এবং বেলা ১১টায় কাউসার আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew