ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। সোমবার ( ০৬ জানুয়ারি) বেলা ১০ টার দিকে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধীদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজে আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশর তরুন সমাজ। এজন্য তাদের কে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে সকল কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew