ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লিফলেট বিতরন,র্যালি ও পথসভার মধ্যদিয়ে রাজশাহী রেল শ্রমিক ইউনিয়ন সংগঠনটির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে সংগঠনটির নেতা কর্মীরা রেল শ্রমিকদের একাধিক নায্য দাবি দাওয়া সম্বলিত ব্যানার নিয়ে রাজশাহী রেলস্টেশনে থেকে একটি র্যালি বের করে। রেল ভবনে গিয়ে র্যালি শেষে জিএম দপ্তরের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতারা বলেন,রেল শ্রমিক ইউনিয়ন একটি অরাজনৈতিক সংগঠন।এই সংগঠনটি জন্মলগ্ন থেকে নির্যাতিত-নিপিড়ীত শ্রমিকদের কথা বলে ও তাদের নায্য অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গোলাম মোক্তাদির, রাজশাহী শাখার সভাপতি মোঃ ইদ্রীস আলী,সভাপতি মোঃ মনিরুজ্জামান খান(মনির), সহ-সভাপতি আব্দুল কাইয়ুম,সম্পাদক মোঃ ইদ্রীস আলী,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,,শেখ ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির দাবিদাওয়া গুলো হচ্ছে:-
*অবিলম্বে পে-কমিশন দিতে হবে।
*নিয়োগবিধি ২০২০ বাতিল করে পূর্বেরন্যায় কর্মচারীদের স্ব স্ব দপ্তরে পদোন্নতি এবং রেলের নিজস্ব তত্ত্বাবধানে নিয়োগ চালু করতে হবে।
*রেলওয়েতে কর্মরত গেইটকিপার সহ সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে।
*রেশনিং প্রথা চালু সাপেক্ষে মাসিক ২০০০/- (দুই হাজার) টাকা ভাতা প্রদান করতে হবে।
*পরিসেবা এবং রেলকে ইজারা দেওয়া চলবে না।
*হাসপাতালে ভর্তিকৃত সকল রোগীদের ফ্রি ডায়েট সহ রেল হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার ও ঔষধ সরবরাহ করতে হবে।
*বাসার এলাকা ও আয়তন অনুসারে বাসা ভাড়া কাটতে হবে।
*রেলের বাসা, জায়গা-জমি অবৈধ দখলদার মুক্ত করতে হবে।
*ছুটির দিন ও ৮ ঘন্টার বেশী কাজ করালে ওভার টাইম দিতে হবে।
*ইঞ্জিনিয়ারিং ও সিগনাল বিভাগের কর্মচারীদের ডে-টি.এ. দিতে হবে এবং দুর্ঘটনা স্থানে খাবার সরবরাহ করতে হবে।
*রানিং ট্রেনে কর্মরত সবাইকে রানিং স্টাফ ঘোষণা করে মাইলেজ দিতে হবে এবং ৭৫% মাইলেজ যোগ করে পেনশন প্রদান করতে হবে।
*রেলওয়েতে নিয়োগের ক্ষেত্রে ৪০% পোষ্য কোটা অবশ্যই মেনে চলতে হবে।
*রেলওয়ের সকল কারখানা আধুনিকীকরণ করে খুচরা যন্ত্রাংশ তৈরি করতে হবে।
*সারাদেশে ডবল লাইন চালু করতে হবে।
*ইউনিয়নের ১০ (দশ) দফা মানতে হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew