ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আহত শাকিলুর রহমান রন (৪২)-এর বড় ভাই শানু।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এ সময় শানু সাংবাদিকদের বলেন, “স্থানীয় কিছু বিপথগামী বখাটে সন্ত্রাসীরা মুখোশ পড়ে ককটেল বিস্ফোরণ করে এবং আমার ছোট ভাইকে ছুরিকাঘাত করে। আমার ভাই বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০৪ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, পবা উপজেলার ১২টি হাটের টেন্ডার জমা দেয়ার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষের পর টেন্ডার বাক্সটি লুট করা হয় এবং ভেতরের দরপত্র নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে টেন্ডার বাক্সটির এক পাশ খোলা ছিল এবং ভেতরে কোনো দরপত্র পাওয়া যায়নি। সেখান থেকে একাধিক হাতবোমার বিস্ফোরণের চিহ্নও পাওয়া গেছে।
এদিকে, পুলিশ ও প্রশাসন ঘটনার তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews