ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের আকাশ সীমায় প্রবেশ করায় ১৯ রাশিয়ান ও চীনা সামরিক যুদ্ধবিমানকে তাড়া করার দাবি করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এমন দাবি করে এ ঘটনায় সিউলের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ (এজসিএস) জানিয়েছেন, চারটি চীনা যুদ্ধবিমান কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে এবং তাদের অনুসরণ করছিল ১৫টি রাশিয়ান যুদ্ধবিমান।
এরপরই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দেশটির বিমানবাহিনীর যোদ্ধাদের কৌশলগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, চীনা সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। তাদের (কোরিয়া) এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢেকার আগেই সেখান থেকে চলে আসে।
তবে জয়েন্ট চিফ স্টাফ জানিয়েছেন, এই ঘটনায় মনে হচ্ছে চীন ও রাশিয়া যৌথ মহড়া দিচ্ছিল। তবে এটি আরও বিশ্লেষণ প্রয়োজন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে জানিয়েছে তাদের এমন ঘটনা পুনরাবৃত্তি করা উচিত না।