ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা চত্তরে এ প্রচারণা ও গণসংযোগ করে দলটির নেতাকর্মীরা।
উক্ত প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ধানের শীষের পক্ষে গ্রামে গ্রামে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন সাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান হেনা, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন। অনুষ্ঠান শেষে উপজেলা সদরে র্যালি করে দলটির নেতাকর্মীরা