ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপোজেলায় আজ ৭ অক্টোবর মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরে আয়োজনে কৃষি হল রুমে মোহনপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠাত হয় ।
সভাপতি হিসাবে বক্তব রাখেন সহকারি কমিসনার ভূমি ও উপোজেলা নির্বাহি কর্মকর্তা ভারপ্রাপ্ত জোবায়দা সুলতানা,কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম উপোজেলা কৃষি সম্প্রসারন অফিসার আব্দুল মতিন সহকারি কৃষি সম্প্রসারন অফিসার ফজলুর রহমান প্রাং উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ মোস্তফা কামাল সহ বিসি আইসি সার ডিলার বিএ ডিসি সার ডিলার বীজ ডিলার বিভিন্ন বীজ কোমপানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।